Google search engine

সিরিজের ৪র্থ ম্যাচে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ২ম্যাচ পরাজিত হওয়ায় বাকি ৩টি ম্যাচ ছিল ঠিকে থাকার লড়াই। ৩য় ম্যাচে জয়লাভ করাতে কিছুটা স্বপ্ন জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু সব স্বপ্ন অধরা থেকে গেছে ৪র্থ ম্যাচ পরাজয়ের পর। ৮ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ৪৬.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৯৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন আরিফুল ইসলাম। মাহফুজুর রাব্বি ৩৪ ও শেখ পারভিজ জীবন ৩০ রানের ইনিংস খেলেন। দলের হয়ে ৩টি করে উইকেট নেন আইমাল খান ও আলি আসফান্দ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে সফরকারীরা। ১ম উইকেটে ১৫২ রানের পার্টনারশিপ আসে। ৩০তম ওভারে আজান আউট হন ৫২ রানের ইনিংস খেলে। খানিকবাদে ফিরেন শামেইল হোসেন। সঙ্গী হারিয়ে অধিনায়ক সাদ বেগকে নিয়ে নতুন করে জুটি গড়েন শাহজাইব। এই জুটি দলের জয় নিশ্চিত করে। ১০৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন শাহজাইব। পাকিস্তান ৮ উইকেটে জয় পায়। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রাফিউজ্জামান রাফি ও মাহফুজুর রাব্বি।

একই মাঠে আগামী সোমবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ

বাংলাদেশ: ১৯৯/১০ (৪৬.৪ ওভার)
আরিফুল ইসলাম ৫০, রাব্বি ৩৪
আইমাল ৩/৩৪

পাকিস্তান: ২০২/২ (৩৬.৫ ওভার)
শাহজাইব ১০৫, আজান ৫২
রাব্বি ১/১৩

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here