চেন্নাই সুপার কিংস বনাম কলকাতার নাইট রাইডার্সের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে পরাজিত করেছে কলকাতা নাইট রাইডার্স।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। ওপেনার গুরবাজ এবং ভেঙ্কটেশ ফিরেছেন খুব দ্রুতই। আসা-যাওয়ার মিছিলে যোগ দেন ওপেনার জেসন রয়ও।
চতুর্থ উইকেটে রিংকুকে নিয়ে নতুন করে জুটি গড়েন নীতিশ। এই জুটিতে দল জয়ের নিকটে পৌঁছে যায়। ১৮তম ওভারে রিংকু ফিরলে রাসেলকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন নীতিশ। কলকাতা ৬ উইকেটে জয় পায়। দলের হয়ে ৩ উইকেট নেন দীপক।
শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় চেন্নাই। ব্যাটিংয়ে নেমে খুব দ্রুতই ১ম উইকেট হারায় চেন্নাই। নতুন করে জুটি গড়লেও বেশিদূর আগায়নি রাহানে-কনওয়ের ইনিংস। ৮ম ওভারে রাহানে ফিরেন। যাওয়া-আসার মিছিলে যোগ দেন কনওয়ে, রায়ুডু এবং মঈন। চেন্নাইয়ের যখন শোচনীয় অবস্থা সে সময় জাদেজাকে নিয়ে দলের হাল ধরেন শিভম। এই জুটি দলের সংগ্রহ শতরান পাড় করায়। যদিও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
২০ ওভারে আগে জাদেজা ফিরেন। নির্ধারিত ২০ ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান। দলের হয়ে ২টি করে উইকেট নেন চক্রবর্তী এবং নারাইন। ১টি করে উইকেট নেন ভৈভব এবং ঠাকুর।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
চেন্নাই: ১৪৪/৬ (২০ ওভার)
শীভম ৪৮, কনওয়ে ৩০
নারাইন ২/১৫
কলকাতা: ১৪৭/৪ (১৮.৩ ওভার)
নীতিশ ৫৭, রিংকু ৫৪
দীপক ৩/২৭