Google search engine

আসন্ন জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০জুন একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। বাকি ওয়ানডে এবং টি-২০ সিরিজ হবে ঈদের পর। আফগানদের সফর শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে।

আগামী ১৪জুন দু’দলের মধ্যকার একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে। শুরুতে দু’টি টেস্ট হওয়ার কথা থাকলেও বাংলাদেশের ব্যস্ত শিডিউলের কারণে মাত্র ১টি টেস্ট অনুষ্ঠিত হবে। তা আগেই নিশ্চিত করেছিলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

ইতিমধ্যেই আফগানিস্তানের বিপক্ষে পুরো সিরিজের সূচী নির্ধারিত হয়েছে। আফগানরা বাংলাদেশে আসবে ১০জুন। ১১, ১২ এবং ১৩জুন অনুশীলন করবে তারা। এরপর ১৪জুন শেরে বাংলায় শুরু হবে একমাত্র টেস্ট। টেস্ট সিরিজ শেষে সবাই যার যার মত ঈদের ছুটি কাটাতে যাবে।

ছুটি শেষে ১জুলাই আবার বাংলাদেশে আসবে আফগানরা। এর ৩দিন পর ৫জুলাই চট্টগ্রামে শুরু হবে ৩ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে। ৮ ও ১১ জুলাই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

ওয়ানডে সিরিজের পর ২ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ১২ জুলাই সিলেট যাবে দল। ১৪ ও ১৬ জুলাই দু’টি টি-২০ অনুষ্ঠিত হবে। দু’টিই সিলেটে অনুষ্ঠিত হবে। এরপর বাংলাদেশ ছাড়বে আফগানরা।

আফগানিস্তানে বিপক্ষে বাংলাদেশের পুরো সিরিজের সময়সূচিঃ

১ম টেস্টঃ ১৪ জুন, মিরপুর

১ম ওয়ানডেঃ ৫ জুলাই, চট্টগ্রাম
২য় ওয়ানডেঃ ৮ জুলাই, চট্টগ্রাম
৩য় ওয়ানডেঃ ১১ জুলাই, চট্টগ্রাম

১ম টি-২০ঃ ১৪ জুলাই, সিলেট
২য় টি-২০ঃ ১৬ জুলাই, সিলেট

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here