প্রথমবারের মত দেশে শুরু হয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট। ১০ দল নিয়ে প্রথমবারের মত এই টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখান থেকে উঠে আসা ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করে পাঠানো হবে বিশ্বকাপে।
কারো হাত-পা নেই, কেউবা ঠিকঠাক হাঁটতে পারেন না৷ তবু তাদের অদম্য ইচ্ছেশক্তিকে কাজে লাগিয়ে তারা ব্যাট-বল হাতে এগিয়ে যেতে চান৷ তাই শত ঝঞ্ঝাট পেরিয়ে তারা নেমে পড়েছেন মাঠের লড়াইয়ে। লক্ষ্য বহুদূর।
শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো এত বড় টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন ফিজিক্যাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট চেয়ারম্যান আকরাম খান।
পুরো আসর জুড়ে সবাইকে মুগ্ধ করেছে টুর্নামেন্টের প্রতিযোগিরা। অবশেষে আগামীকাল বৃহস্পতিবার (১৮ মে) টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি দুপুর ১টায় শুরু হবে।
ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করবেন।