৩য় দিন শেষে কিছুটা স্বস্তিতে থাকলেও পরবর্তী দিনে চিত্র পাল্টাতে বেশি সময় নেয়নি বাংলাদেশ ‘এ’ দল বনাম ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ২য় টেস্টে। ব্যাটারদের ব্যর্থতায় ছন্দ হারিয়েছে বাংলাদেশ। বল হাতে বাংলাদেশ শুরুটা ভালো করলেও সিলভা এবং ব্রেন্ডন জুটির দুর্দান্ত পার্টনারশিপে ৩ উইকেটে জয় পেয়েছে সফরকারী দল। এতে সিরিজে ১-০তে এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আগের দিনে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান নিয়ে দিন শুরু কটে বাংলাদেশ। তবে দিনশেষে খুব একটা আশানুরূপ সাফল্য আসেনি। স্কোরবোর্ডে রান যোগ করতে গিয়ে আরও ৪ উইকেট হারায় বাংলাদেশ। সবশেষে চতুর্থ দিনে ২৯৭ রানে অলআউট হয় ১৯০ রানের লিড নিয়ে।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি উইন্ডিজদের। ৭০ রান যোগ করতেই ৫ উইকেট হারায় উইন্ডিজ। বল হাতে এদিন দুর্দান্ত ছিলেন তানভীর ইসলাম। ৫ উইকেট হারিয়ে যখন দিশেহারা অবস্থা তখন দলের হাল ধরেন ডি সিলভা এবং ব্রেন্ডন কিং। দুজনেট ৭৬ রানের পার্টনারশিপে এগিয়ে যায় উইন্ডিজ।
তানভীরের তোপে কিং এবং কেভিন ফিরলেও শেষ দিকে জর্ডান আর সিলভার ইনিংস দলকে কাঙ্ক্ষিত জয় উপহার দেয়। বাংলাদেশের হয়ে চারটি উইকেট নিয়েছেন তানভির।