Google search engine

আগামী ৫ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের জন্য টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রকাশিত তালিকা অনুযায়ী, সর্বনিম্ন ২০০ টাকায় কিনতে পাওয়া যাবে টিকিট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে শুরু হবে।

৩ জুলাই থেকে সাগরিকা টিকিট কাউন্টার এবং এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট। প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।

প্রতি ম্যাচে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা মূল্যে পাওয়া যাবে টিকিট। গ্রান্ড স্ট্যান্ডের সাথে রুফ টপ হসপিটালিটির টিকিটের মূল্য ১৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা। ক্লাব হাউজের টিকিট মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য ৩০০ টাকা। এবং ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য ২০০ টাকা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here