আসন্ন ভারত নারী দলের বিপক্ষে টি-২০ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই স্কোয়াডে নেই জাহানারা আলম এবং রুমানা আহমেদ। পূর্বে ঘোষিত ২০ জনের প্রাথমিক স্কোয়াড থেকে ১৬ জনকে বাছাই করা হয়েছে। বাকিরা থাকছেন স্ট্যান্ড বাই তালিকায়।
৯ জুলাই থেকে ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের মধ্যকার এই সিরিজটি শুরু হবে। এই সিরিজে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ খেলবে বাংলাদেশ এবং ভারত। সিরিজের সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর।
প্রায় ১১ বছর বিরতি দিয়ে হোম অফ ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নারী দলের ক্রিকেটাররা। সিরিজের তিনটি টি-২০ ম্যাচ হবে ৯, ১১ এবং ১৩ জুলাই। আর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৬, ১৯ এবং ২২ জুলাই।
এবছর বেশ ব্যস্ত সূচী অপেক্ষা করছে নারী দলের জন্য। ভারতের বিপক্ষে সিরিজ শেষে আরও দুটি সিরিজ খেলবে নিগার সুলতানারা। তবে জুলাইয়ে ভারত সিরিজ শেষে মাঝখানে বিরতি পাবে নিগার সুলতানারা।
অক্টোবরে বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তান নারী ক্রিকেট দল। ১৫ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এই সিরিজটি চলবে। এই সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে দুই দল।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, নাহিদা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামিমা সুলতানা এবং ফাহিমা খাতুন।
স্ট্যান্ড বাই- লতা মণ্ডল, ফারিহা ইসলাম তৃষ্ণা, শারমিন আক্তার সুপ্তা এবং ফারজানা হক