পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ২-১ এ এগিয়ে আছে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টটি ম্যানচেষ্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে। এর আগেই চতুর্থ টেস্টের জন্য ১৪ সদস্য বিশিষ্ট স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড।
একাদশে আগের মতোই জায়গা ধরে রেখেছেন জেমস অ্যান্ডারসন এবং জশ টাং। ইনজুরিতে থাকলেও দলেও আছেন রবিনসন।
এর আগের টেস্টে প্রায় ১৫ মাস পর খেলতে নেমে বল হাতে জাদু দেখিয়েছেন ক্রিস ওকস। বল হাতে দুই ইনিংসেই ৩টি করে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দ্বিতীয় ইনিংসে খেলেছেন কার্যকরী ইনিংস।
চোট কাটিয়ে ফেরা মার্ক উডও ছিলেন দুর্দান্ত। দুই ইনিংসে তুলে নিয়েছেন ৭টি উইকেট। ম্যান অব দ্য ম্যাচও হন সেই ম্যাচে। অ্যাশেজ দিয়ে টেস্টে ফেরা মঈন আলীও আছেন বেশ ভালো ফর্মে।
যার ফলে কোন পরিবর্তন ছাড়াই তৃতীয় টেস্টের আদলে চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
ম্যানচেষ্টার টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড- বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলী, ওলি পোপ, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জো রুট, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড ও জশ টাং।