ওয়ানডে সিরিজে পরাজয়ের পর সিলেটে শুরু হয়েছে বাংলাদেশের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি মাঠে গড়ায়। এতে বাংলাদেশকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
শুরুতে টসে জিতে বোলিং নিয়ে নাসুমের হাতে বল তুলে দেন সাকিব। সেই ওভারে মাত্র ২ রান দেন নাসুম। ২য় ওভারে আউট হতে গিয়ে জীবন পান রহমানুল্লাহ গুরবাজ। ক্যাচ নিতে গিয়ে ব্যর্থ হন রনি তালুকদার। ৩য় ওভারে আবার নাসুম বল হাতে আঘাত হানেন প্রতিপক্ষ শিবিরে। তৌহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে ফিরেন আফগান ওপেনার হজরতুল্লাহ জাজাই (৮)।
পরবর্তী ওভারে তাসকিনের আঘাতে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরেন আরেক ওপেনার গুরবাজ (১৬)। ফর্মে থাকা এই ওপেনারকে ফিরিয়ে স্বস্তি নেমে আসে বাংলাদেশ শিবিরে। খানিকপর নতুন ব্যাটার ইব্রাহিম জাদরানকে (৮) লিটনের হাতে ক্যাচ বানিয়ে ফেরান শরিফুল।
কিছু সময় আর কোনও উইকেট পড়েনি। এমন সময় বোলিং অ্যাটাকে আসেন অধিনায়ক সাকিব। আর এসেই করিম জানাতকে মাত্র ৩ রানে ফেরান। মাত্র ৫২ রানে ৪ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়েছিল আফগানরা।
সেখান থেকে দলের হাল ধরার চেষ্টা করেন মোহাম্মদ নবি ও নাজিবউল্লাহ জাদরান। দুজনে মিলে স্কোরবোর্ডে ৩৫ রান যোগ করেন। এমন সময়ে মিরাজ এসে ২৩ বলে ২৩ রান করা নাজিবউল্লাহকে ফেরান। আর এতেই ম্যাচে ব্রেক থ্রু পায় বাংলাদেশ।
দলীয় স্কোর তখন ৮৭ রান। সঙ্গী হারিয়ে আজমতউল্লাহকে নিয়ে জুটি গড়েন মোহাম্মদ নবি। ১৯তম ওভারে আবারও সাকিবের এট্যাকে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন আজমতউল্লাহ। এই জুটিতে ৫৬ রানের পার্টনারশিপ আসে। নবির ব্যাটে অর্ধশতক আসে। শেষ ওভারে মুস্তাফিজের বলে রশিদ (৩) ফিরেন। নবি ৫৪ রানে অপরাজিত ছিলেন। দলের হয়ে সাকিব সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন।