সিলেটের আবহাওয়ায় থেকে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। আকাশেরও যে বড্ড মন ভারী। কখন না বুক ছিঁড়ে কান্না বেরিয়ে আসে অঝোর ধারায় তা বোঝা মুশকিল। সব ছাড়িয়েই সবার নজর সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ১ম টি-২০ ম্যাচ।
ওয়ানডে সিরিজে পরাজিত হয়ে সিলেটে পাড়ি জমিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজ। ম্যাচের আগে থেকেই বৃষ্টি থাকলেও টিকিটের জন্য লম্বা লাইন অপেক্ষা করছে কাউন্টারের বাইরে। দৃষ্টিনন্দন সিলেটে খেলা বলে কথা। এই একটা সময়েই কেবল সিলেটে ঈদের মত উৎসব শুরু হয়। তাই বৃষ্টি দর্শকদের কাছে আর এমন কি?
আগের দিন প্রেস কনফারেন্সেও অধিনায়ক সাকিব আল হাসানের প্রত্যাশা ছিল দর্শকদের আগ্রহ নিয়ে। ম্যাচের দিনও এর ব্যতিক্রম দেখা মিলবেনা আশা করি। সমর্থন থাকছে আফগানদেরও। অনেক আফগান সমর্থনকরা চট্টগ্রামের গ্যালারি কাঁপানো শেষে এখন সিলেটের পথে ছুটেছেন। সিলেটেও তাই একখন্ড আফগানী সমর্থকের দেখা মিলবে তা নিশ্চিতভাবেই বলা যায়।
চলতি বছরেই ইংরেজদের টি-২০তে পরাজিত করেছে বাংলাদেশ। ইংরেজদের কন্ডিশন সম্পর্কে ধারণা কম থাকা এক্ষেত্রে বেশ কাজে দিয়েছে বলা যায়। তবে আফগানদেরতো নাড়ি-নক্ষত্র বেশ ভালোভাবেই মুখস্ত। তাই সুবিধা থাকছে দু’দলের পক্ষেই। দু’দলের অধিনায়ককেই তাই কন্ডিশনের প্রতি বেশি জোর দিতে দেখা গেছে।
একদিকে সাকিবের ভাবনায় যেমন প্রত্যাশার কথা বলছে, তেমনি আফগান অধিনায়কের ভাবনা রয়েছে স্পিন নির্ভর উইকেট হোক। শক্তিশালী স্পিন ত্রয়ী নিয়েই যে মাঠে নামবে আফগানরা। সে হিসেবে প্রত্যাশায় স্পিন নির্ভর উইকেট থাকাইতো স্বাভাবিক।
ওয়ানডেতে আফগান স্পিন ত্রয়ী রশিদ-মুজিব-নবি বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন। টি-২০তে তাই আফগানদের মূল অস্ত্র স্পিন অ্যাটাক। তবে বাংলাদেশের কাছেও প্রত্যাশা থাকবে নিজেদের সেরাটা দিয়ে জয়ের লক্ষ্যে লড়াই করে যাওয়া।
আর দুমাস বাদেই ভারতে ওয়ানডে বিশ্বকাপে। আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানদের বিপক্ষে। তাই এবারের সিরিজ প্রস্তুতি ম্যাচের মতোই। আফগানরাও নিজেদের প্রস্তুতি ম্যাচ ভেবে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার অন্যতম মাধ্যম হিসেবে দেখছেন এবারের সফরকে। বাকিটা ম্যাচের ফলাফলেই দেখা যাবে দু’পক্ষ কিভাবে নিজেদের ঝালিয়ে নেয়।
সিলেটের আবহাওয়া মোতাবেক, সন্ধ্যার পর হতেই বজ্রপাতসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ম্যাচ মাঠে গড়াবে কিনা বা গড়ালেও কার্টেল ওভার হবে কিনা সে হিসেবে দু’দল একাদশ ঠিক করবে। ২০ ওভারের ম্যাচ হলে একাদশ হবে একরকম। আবার কার্টেল ওভার হলে একাদশ হবে অন্যরকম।