বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম টি-২০তে জিতে বাংলাদেশ ১-০তে এগিয়ে আছে।
আজকের একাদশে ২ পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন রনি তালুকদার এবং শরীফুল ইসলাম। একাদশে যুক্ত হয়েছেন আফিফ হোসেন এবং হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
আফগানিস্তান একাদশ-
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াফাদার।