চতুর্থ দিনে শেষ দিকে ৩টি উইকেট হারায় পাকিস্তান। পঞ্চম দিনে জয়ের জন্য প্রয়োজন ছিল ৮৩ রান। শেষ দিনে প্রথম সেশনে ইমামের অর্ধশতকে ৪ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। যার ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
শেষ দিনে ৭ উইকেট হাতে ছিল পাকিস্তানের। ম্যাচ জিততে হলে লঙ্কানদের দ্রুত উইকেট নিতে হত। প্রথম সেশনের শুরুর দিকে ষষ্ঠ ওভারে প্রবাথ জয়াসুরিয়ার বলে বাবর ফিরলে বেকথ্রু পায় শ্রীলঙ্কা। এরপর সাউদকে নিয়ে জুটি গড়েন ইমাম। প্রথম ইনিংসে দ্বি-শতক করা সাউদ এই ইনিংসে ফিরেছেন ৩০ রানে।
একপ্রান্ত থেকে ক্রিজ আগলে রাখেন ইমাম। শেষ দিকে আঘা সালমানকে সাথে নিয়ে দলের জয় নিশ্চিত করেন। ইমামের অর্ধশতকে জয় পায় পাকিস্তান।
এর আগে প্রথম ইনিংসে ৩১২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে সাউদ শাকিলের দ্বি-শতকে ৪৬১ রান তোলে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ২৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ইমামের অর্ধশতকে জয় আসে পাকিস্তানের পক্ষে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী ২৪ জুলাই ভেন্যু কলম্বো।