ফিটনেস ইস্যু দেখিয়ে বিশ্রাম দেওয়া হয়েছিল রোমানা আহমেদকে। যদিও রোমানা মনে করেন তাকে বাদ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বিশ্রাম পাওয়ার পর ডাক পাননি ভারতের বিপক্ষে সিরিজেও।
টানা দুই সিরিজ বাদ পড়ে এবার ক্রিকেট ছাড়ার কথা ঘোষণা দিলেন রোমানা। নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে ক্রিকেট থেকে তিনি এই ঘোষণা দেন। জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবেনা আর এই টাইগ্রেসকে।
নিজের ফেসবুক পেইজে তিনি লিখেন, ‘আর ক্রিকেট নয়।’ বয়সের সাথে পারফরম্যান্সে প্রভাব পড়েছে রুমানার। গতবছর বাংলাদেশের হয়ে ৮টি ওয়ানডে খেলেছেন তিনি। এবছর কোন ওয়ানডে খেলার সুযোগ পাননি। টি-২০ তে গতবছর ১৭টি ম্যাচ খেলেন। ২০১৯ এট পর আর কোন অর্ধশতক নেই তার।
সবশেষ ডিপিএলেও খুব একটা পারফরম্যান্স করতে পারেননি। ৭ ম্যাচে ১৮২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১ উইকেট।
বাংলাদেশের জার্সিতে ৫০ ওয়ানডে খেলে ৫ টি অর্ধশতকসহ ৯৬৩ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৫০ উইকেট। টি-টোয়েন্টিতে ৮৪টি ম্যাচে ১টি অর্ধশতকসহ করেছেন ৮৫৪ রান এবং বল হাতে নিয়েছেন ৭৫ উইকেট।
এছাড়াও এক পঞ্জিকাবর্ষে ৩০ উইকেট নেয়ার রেকর্ড রয়েছে তার।