Google search engine

বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ আজকের ম্যাচটি। টসে জিতে ব্যাটিং নেওয়ার পর চমক হিসেবে মিরাজ ওপেনিংয়ে নামে। তার উপর রাখা আস্থার প্রতিদানও সে দিয়েছে বেশ ভালোভাবেই শতকের মাধ্যমে। সাথে তাকে সঙ্গ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। দুজনের জোড়া শতকে ৩৩৪ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জিততে হলে আফগানদের ৩৩৫ রান সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ আজ ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। নাঈমও মোটামুটি ভালো শুরু করেন। পাওয়ার প্লের পর মুজিবের আঘাতে প্যাভিলিয়নে ফিরেন নাঈম (২৮)। এরপর ক্রিজে থিতু হতে পারেননি হৃদয়ও। দ্রুত ২ উইকেট পড়ার পর মিরাজ-শান্ত মিলে জুটি গড়েন। এই জুটিতে বড় পার্টনারশিপ আসে। দুজনের ব্যাটেই শতক আসে।

এর মাঝে দুবার লাইফ পান শান্ত। ১১৫ বলে শতক করেন মিরাজ। শতকের পর অবশ্য রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। এরপর মুশফিককে নিয়ে ১০১ বলে শতক পূর্ণ করেন শান্ত। শতকের পর শান্তও ফিরেন। শেষ দিকে সাকিব-মুশফিক জুটি গড়লেও ২৫ রানেই ফিরেছেন মুশফিক। শামীমকে নিশে সাকিব শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। বাংলাদেশ দলের ৫ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়ায় ৩৩৪ রান।

দলের হয়ে ১টি করে উইকেট নেন মুজিব এবং গুলবাদিন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে আফগানরা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here