হারার তালিকা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ইংল্যান্ডের। বর্তমান চ্যাম্পিয়নদের এমন অবস্থা হবে সেটা কি কেউ কল্পনা করেছিলো? ৫ ম্যাচের একটিতে জিতে পয়েন্ট তালিকায় ৯ম স্থানে নেমেছে দলটি। শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে দলটি।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ধীরভাবেই করেছিল লঙ্কানরা। খুব দ্রুত ২উইকেট হারায় শ্রীলঙ্কা। নিশাঙ্কা তখনও ক্রিজে ছিলেন। তৃতীয় উইকেটে সামারাবিক্রমাকে নিয়ে জুটি গড়েন তিনি। এই জুটি দলকে শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে দেয়। লঙ্কানরা ৮ উইকেটে জয় পায়।
দলের হয়ে ২টি উইকেট নেন উইলি।
ব্যাঙ্গালুরুতে টসে জিতে ব্যাটিংয়ে যায় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। কিন্তু দলীয় অর্ধশত রানে পৌঁছানোর আগেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। খানিকবাদে মাত্র ১২ রান যোগ করে ফিরেন রুটও। তবে এদিন আসা-যাওয়ার মিছিলে ছিলেন সবাই।
কেবল মাত্র বেয়ারস্টো এবং স্টোকসের ব্যাটে রান এসেছে। ৪৩ রানের ইনিংস খেলেন স্টোক্স। বেয়ারস্টো খেলেন ৩০ রানের ইনিংস। বাকিরা সবাই দ্রুতই ফিরেছেন। ইংল্যান্ডের ইনিংস থামে ১৫৬ রানে।
লঙ্কানদের হয়ে ৩ উইকেট নেন লাহিরু কুমারা। ২টি করে উইকেট নেন ম্যাথিউজ এবং রাজিথা। ১টি নেন থিকসানা।