
রাচী টেস্টে ইংল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করেছে ভারত। চতুর্থ দিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবশেষে জয় এসেছে ভারতের পক্ষে।
জয়ের জন্য চতুর্থ দিনে ভারতের প্রয়োজন ছিলো ১৫২ রান। আর ইংল্যান্ডের প্রয়োজন উইকেট। বাকিটা ছিলো রাচীর উইকেটের হাতে। রাচীর উইকেটে তখন স্পিনের রাজত্ব।
রোহিত শর্মা-জায়সাওয়ালের উদ্বোধনী জুটিতে ৮৪ রান আসে। এরপর ভারতের মিডল অর্ডারের বেহাল দশা করেন শোয়েব বশির। কিন্তু শুভমান গিল ধ্রুব জুরেলকে সাথে নিয়ে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন। যার ফলে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিশ্চিত হয় ভারতের।
আগের ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধ্বস নামান অশ্বিন এবং কুলদ্বীপ। ইংল্যান্ড ১৪৫ রানে অলআউট হয়। সবমিলিয়ে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য পায় ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ৪০ রান নিয়ে থামে ভারত। চতুর্থ দিনে ৮৪ রানের জুটি ভাঙেন রুট। এরপর মিডল অর্ডারে আঘাত হানেন বশির।
১২০ রানেই ৫ উইকেট হারায় ভারত৷ এরপর জুরেলকে নিয়ে গিল বাকি সময়টা এগিয়ে নেন। শেষ পর্যন্ত দুজন ক্রিজে থেকে দলের জয় নিশ্চিত করেন। ৫ উইকেটে জয় পায় ভারত।
ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ভারত।