বিপিএলের এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার (১ মার্চ)। শিরোপার জয়ের লক্ষ্যে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াচ্ছে। টসে জিতে ফিল্ডিং নিয়েছে বরিশাল।
বিপিএলে এ পর্যন্ত ৪বার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সর্বশেষ দুই আসরের টানা বিজয়ী তারা। এবার হ্যাটট্রিক শিরোপার পথে তাঁরা। অন্যদিকে এ পর্যন্ত তিনবার ফাইনালে গিয়েও শিরোপার স্বাদ পায়নি বরিশাল। যদিও বর্তমান ফ্র্যাঞ্চাইজির আসরে এবারসহ দ্বিতীয়বার।
এবারের আসর হারের মধ্য দিয়ে শুরু করলেও পরবর্তীতে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। কোয়ালিফায়ারের প্রথম সুযোগেই ফাইনাল নিশ্চিত করে তাঁরা। অপর দিকে টানা তৃতীয় বার শিরোপা জয়ের লক্ষ্যে মরিয়া তাঁরা। অন্যদিকে বরিশাল তাদের প্রথম শিরোপা ঘরে নিতে মরিয়া।
ফাইনাল ম্যাচে ইনজুরি থেকে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বরিশাল।
ফরচুন বরিশাল- তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।