![Google search engine](https://www.wordstream.com/wp-content/uploads/2021/07/banner-ads-examples-ncino.jpg)
চট্টগ্রাম প্রিমিয়ার লীগে পাইরেটস অব চিটাগংকে ৩ উইকেটে পরাজিত করেছে ব্রাদার্স ইউনিয়ন। পাইরেটসের দেয়া ১৩৪ রানের লক্ষ্য ৪১.৫ ওভারেই সংগ্রহ করেছে ব্রাদার্স ইউনিয়ন।
বৃহস্পতিবার জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ব্রাদার্সের। দলীয় অর্ধশতরানের আগেই ৪ উইকেট হারায় ব্রাদার্স। ধীরগতিতে আগাচ্ছিল ইনিংস। সেখান থেকে একাই দলকে টেনে নিয়ে গেছেন সজীব। সজীবের ব্যাটে অর্ধশতক আসে। বাকিদের মাঝে রান সংখ্যা দুই অঙ্কের ঘর ছুঁয়েছে কেবল শিশির এবং অমিতের। বাকিরা ফিরেছেন দুই অংকের ঘরে পৌঁছানোর আগেই। তবে বিপক্ষ দলের দেওয়া স্বল্প রানের লক্ষ্য খুব সহজেই পেরিয়েছে ব্রাদার্স। ৪১.৫ ওভারে ৩ উইকেট হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স ইউনিয়ন। পাইরেটসের হয়ে ৩ উইকেট নেন রুবেল।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে যায় পাইরেটস অব চিটাগং। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে পাইরেটস। তবে ৮ম ওভারে প্রথম উইকেট পড়ার পর পাইরেটসের টপ অর্ডারে ধ্বস নামে। পরপর তিন উইকেট হারায় পাইরেটস। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন ইরফান রাজিন। কেবল ইরফানের ব্যাটে অর্ধশতরানের ইনিংস এসেছে। তবে তাকে পুরোপুরি সঙ্গ দেয়ার মতো যোগ্য কেউ ছিলোনা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ইনিংস থেমেছে ৩৯.১ ওভারেই। সবগুলো উইকেট হারিয়ে পাইরেটসের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রান। ব্রাদার্সের হয়ে ৩টি করে উইকেট নেন কামরুল এবং বাপ্পা।
স্কোরকার্ড:
পাইরেটস অব চিটাগং: ১৩৪/১০(৩৯.১ ওভার)
ইরফান রাজিন ৫১(৬২)
কাজী কামরুল ৩/১৭, শামসুদ্দিন বাপ্পা ৩/২৬
ব্রাদার্স ইউনিয়ন: ১৩৬/৭(৪১.৫ ওভার)
সজীব ৫১(১০৮)
মো: রুবেল ৩/১৮