বিপিএলের ৩৭তম ম্যাচে পাঞ্জাব কিংসকে ৩ উইকেটে পরাজিত করেছে গুজরাট টাইটান্স। ৫ বল বাকি রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করেছে গুজরাট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে গুজরাট। শুভমানের ৩৫ রান, সুদর্শনের ৩১ এবং রাহুলের ৩৬ রানে ভর করে ৫ বল বাকি রেখেই জয় তুলে নেয় গুজরাট। দলের হয়ে ৩ উইকেট নেন হার্শাল। ২ উইকেট নেন লিয়াম। ১ টি করে উইকেট নেন আর্শদ্বীপ এবং স্যাম।
সোমবার টসে জিতে ব্যাটিংয়ে যায় পাঞ্জাব। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে পাঞ্জাব। যদিও কোন জুটিই বড় হয়নি। কেবলমাত্র প্রবসিমরান ৩৫ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রানের ছোট সংগ্রহ পায়। দলের হয়ে ৪ উইকেট নেন কিশোর। ২ টি করে উইকেট নেন নুর এবং মোহিত। ১টি উইকেট নেন রশিদ খান।