দ্বিতীয় ওয়ানডে জিতে নিয়ে ২-০তে এগিয়ে গেছে বাংলাদেশ। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম তিনটি খেলতে এসেছে বাংলাদেশ। আর ইতিমধ্যেই প্রথম দু’টি ওয়ানডে জিতে নিয়েছে বাংলাদেশ।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও দীর্ঘ হয়নি বাংলাদেশের কারও ইনিংস। তবে সবার দুই ডিজিটের রানে বাংলাদেশ জয় তুলো নিয়েছে। যদিও বেশ বেগ পেতে হয়েছে। আগের ম্যাচে রানে থাকা তামিম রান পাননি এই ম্যাচে। কেবলমাত্র তৌহিদ হৃদয় সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেন রিয়াদ। দলের হয়ে ২টি ইইকেট নেন লুক এবং ১টি করে উইকেট নেন আইন্টসলে এবং রিচার্ড। সবশেষে বাংলাদেশ ৬ উইকেটে জয়লাভ করে।
রবিবার টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দিনটি খুব বেশি ভালো যায়নি জিম্বাবুয়ের। ব্রায়ানের ৪৪ রান এবং ক্যাম্পবেলের ৪৫ রানের সুবাদে ১৩৮ রানের সম্মানজনক স্কোর করে থামে জিম্বাবুয়ে। দলের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন এবং রিশাদ। ১টি করে উইকেট নেন শরীফুল, মাহেদী এবং সাইফুদ্দিন।