বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
ডালাসে টানটান উত্তেজনার ম্যাচে ২ উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ। লঙ্কানদের পরাজিত করেছে ৬বল বসকি রেখেই। যদিও শেষ দিকে একটু কঠিন মনে হচ্ছিলো। তবে রিয়াদের ক্রাণকর্তা হয়ে আসাই ভাগ্য হয়ে দাঁড়ালো বাংলাদেশের জন্য।
শেষ দিকে ১২ বলে প্রয়োজন ছিলো মাত্র ১১রানের। তবে তখনো যেন স্বস্তি ছিলোনা টাইগার শিবিরে। ১৯তম ওভারে বল হাতে আসেন শানাকা। এর আগে অনেক ক্লোজ ম্যাচ হেরেছে বাংলাদেশ। তাই অস্বস্তি লাগাটাই স্বাভাবিক। তবে সবকিছুকে পিছনে ফেলে ক্রাণকর্তা হয়ে আসেন রিয়াদ। শানাকার প্রথম বলেই উড়িয়ে ছক্কা হাঁকান রিয়াদ। এরপরের ৪বলে আরও দুটি রান আসে। শেষ বলের আগে ১টি ওয়াইড এবং শেষ বলে ওভার থ্রোতে আসা ২রানে ৬বল বাকি রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
ইনিংসের প্রথমভাবে শুরুটা বেশ অগোছালো ছিলো। যদিও ২য় উইকেটর পর লিটন দাসের ব্যাটে স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। তবে দুঃখের বিষয় হলো লিটন, হৃদয় এবং রিয়াদ বাদে বাকিদের রান সংখ্যা মোবাইল ডিজিট সংখ্যা। যা বড় কোন ম্যাচে আমাদেরকে তুমুলভাবে ভোগাবে।
দিনের শুরুতে লঙ্কানদের উপর ভালোই চেপে বসে টাইগাররা। শুরুর দিকেই উইকেট হারূয় লঙ্কানরা। তবে নিশাঙ্কার ব্যাটিং দৃঢ়তায় মনে হচ্ছিলো বড় সংগ্রহ আসবে। তবে রিসাদ-মুস্তাফিজের বোলিংয়ের কাছে খুব দ্রুত ধরাশায়ী হতে হয়েছে লঙ্কানদের। যার ফলে ১২৪ রানেই থেমেছে লঙ্কানদের ইনিংস। তবে বাংলাদেশের বেশ কিছু মিস ফিল্ডিং ছিলো। যা শোধরাতে না পারলে ভবিষ্যতে রেসে থাকা কঠিন হবে।