Google search engine

 

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আবারও জয়ের ধারা বজায় রেখেছে অজিরা। ৩ম্যাচের ৩টিতেই জিতে পয়েন্ট তালিকায় উপরের স্থানে অবস্থান করছে অজিরা।

জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় অজিরা। আর নির্ধারিত লক্ষ্য সংগ্রহ করতে অজিদের কেবল লেগেছে ৫.৪ ওভার। দ্রুত ওয়ার্নারের উইকেট হারালেও হেড এবং মার্শ দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ডেভিড ওয়াইজ ১ উইকেট নেন।

অজিরা বরাবরের মতোই ক্রিকেট মাঠে রাজত্ব করে। যার ব্যতিক্রম বিশ্বকাপেও নয়। বিশ্বকাপে প্রতি ম্যাচেই ফর্মে আছে অজিরা। এই ম্যাচেও যার ব্যতিক্রম হয়নি। এদিন টসে জিতে ফিল্ডিং নেয় অজিরা। ফিল্ডিংয়ে নেমে নামিবিয়ার ব্যাটারদের শুরু থেকেই চেপে ধরে অজি বোলাররা।

নামিবিয়ার ব্যাটাররা সবাই মোবাইল ডিজিটের রানে ফিরে যান। যার ফলে কেবলমাত্র ৭২ রান সংগ্রহ করে থামে নামিবিয়া দল। অ্যাডাম জাম্পা ৪ উইকেট নেন। হ্যাজলউড এবং স্টয়নিস ২টি করে উইকেট নেন। কামিন্স এবং নাথান ১টি করে উইকেট নেন।

Google search engine