সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ২৮ রানে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ১৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম উইকেটেই ভালো শুরু পায় অজিরা। ৬৫ রানে প্রথম উইকেট গেলে দ্বিতীয় উইকেটও দ্রুত পড়ে যায়। শেষ পর্যন্ত ১০০ রানে ২ উইকেটে বৃষ্টির কারণে ম্যাচ থেমে যায়। শেষ দিকে বৃষ্টি আইনে ২৮ রানে জয় পায় অজিরা। ওয়ার্নার অর্ধশত রানের ইনিংস খেলেন।
এদিন শুরুতে টসে জিতে অজিদের ১৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও শান্ত-হৃদয়ের ইনিংসে ভর করে ১৪০ রানের সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ। যদিও অজিদের জন্য এই লক্ষ্য খুব একটা কঠিন ছিলোনা। অজিদের হয়ে কামিন্স একটি হ্যাটট্রিক করেন। জাম্পা ২টি উইকেট নেন। স্টয়নিস, স্টার্ক এবং ম্যাক্সওয়েল ১টি করে উইকেট নেন।