Google search engine

টি-২০ বিশ্বকাপ ২০২৪ এর প্রথম ফাইনালিস্ট হিসেবে ফাইনালে পৌঁছেছে প্রোটিয়ারা। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের ৯ উইকেটে পরাজিত করেছে প্রোটিয়ারা।

প্রোটিয়াদের চোকার্স বলা হয়ে থাকে। বলা হয়ে থাকে প্রোটিয়ারা সেমিফাইনালেই সুন্দর। এবারের আসরে শুরু থেকেই জয়ের ধারায় থাকলেও শুনতে হয়েছে চোকার্স তকমা। তবে সবকিছু ছাড়িয়ে দলটা যে এইডেন মার্করামের দল। যারা নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ এ আলে ছড়িয়েছে প্রোটিয়ারা৷ এবার তারাটি নেতৃত্বে সেমিফাইনালের গন্ডি ছাড়িয়ে ফাইনালে উঠেছে প্রোটিয়ারা।

প্রথম সবকিছুর ব্যাপার আলাদা। তেমনি প্রোটিয়াদের স্বপ্নের প্রথম ফাইনাল। তাই আলাদা করে বলার অপেক্ষা রাখেনা এটা কতটা মাহাত্ম্যপূর্ণ। অবশেষে কাঙ্ক্ষিত ফাইনাল। বহুবছরের অপেক্ষার অবসান কি ঘটতে যাচ্ছে তবে এবার? চোকার্স তকমা কাটিয়ে উঠবে কি ট্রফি হাতে? এবারেই যে সুবর্ণ সুযোগ। এই পুরো টিমটার অঙ্গভঙ্গিই আলাদা। এরা আত্মবিশ্বাসী, পরিশ্রমী, উদ্যমী।

খুব সহজ জয় পেলো প্রোটিয়ারা সেমিফাইনালে। আফগানরা টসে জিতে ব্যাটিং নিয়ে মাত্র ৫৬ রানেই সবগুলো উইকেট হারিয়ে ফিরেছে। কেউই ব্যাটে-বলে ক্লিক করতে পারেনি। যেই লক্ষ্য সহজেই পূর্ণ করেছে প্রোটিয়ারা। মাত্র ১ উইকেট হারিয়ে দ্বিতীয় উইকেটেই তুলে নিয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্য।

সেমিফাইনাল একেবারে চাপ ছাড়াই শেষ হলো। এবার ফাইনালে কোন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা নির্ধারিত হবে রাতে। কে হবে প্রতিপক্ষ? ভারত নাকি ইংল্যান্ড? ফাইনাল বেশ জমজমাট হবে বলা যায়। প্রোটিয়ারা কি মার্করামের নেতৃত্বে লিখবে নতুন কোন অধ্যায়?

Google search engine