আগে থেকেই মোটামুটি নিশ্চিয়তা ছিলো যে বিসিবিরল নতুন সভাপতি হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক এবং সাবেক জাতীয় দলের নির্বাচক ফারুক আহমেদ। তবে এর জন্য কিছু নিয়ম ছিলো। এছাড়াও পূর্ববর্তী সভাপতির আনুষ্ঠানিক পদত্যাগের অপেক্ষায়ও ছিলেন সবাই।
বুধবার (২১ আগস্ট) সকালে বোর্ড সভায় পাপনের পদত্যাগের পর ফারুক আহমেদকে বিসিবির সভাপতি নির্বাচিত করা হয়েছে। জালাল ইউনুসের পদত্যাগের পর ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক সরাসরি ফারুক আহমেদকে বিসিবির পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হয়। এরপর সেখান থেকে সবার ভোটের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হন।
বোর্ড সভায় উপস্থিত না থাকলেও অনলাইনে পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেছিলেন তিনি।
বেলা ১১টায় ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির বোর্ড সভাটি শুরু হয়। আগের দিন রাতে বিসিবি থেকে ক্ষুদেবার্তায় জানানো হয়, বুধবার সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিসিবির বোর্ড পরিচালকদের একটি জরুরি সভা ডাকা হয়েছে। দেশের পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ এই সভা ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও, জাতীয় দলের কোচ নাজমুল আবেদীন ফাহিমকে বিসিবি পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।