ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে আফগানিস্তান এ দল শ্রীলঙ্কা এ দলকে ৭ উইকেটে পরাজিত করেছে। লঙ্কানদের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য খুব সহজেই টপকেছে আফগানরা।
আফগানরা সবসময় আনপ্রেডিক্টেবল। অল্প সময়েই বেশ ভালো করছে দলটি। মাঠে তাদের অনেকটা আত্মবিশ্বাসী মনে হয়। শরীরী ভাষাতেই বোঝা যায় ওরা কতটা জিততে মরিয়া। ইমার্জিং কাপের শুরু থেকেই বেশ ভালো অবস্থানে ছিলো আফগানরা। নিজেদের নিষ্ঠায় ট্রফি নিজেদের করে নিয়েছে আফগানরা।
শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শাহান বাদে বাকিরা উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি। শুরু থেকেই উইকেট পতনের মিছিলে ছিলো লঙ্কানরা। যার ফলে প্রায় খেলোয়াড় মোবাইল ডিজিট সংখ্যাতেই থেমেছে। আফগানদের হয়ে বিলাল সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এবং গাজানফার ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে আফগানরা শুরুতে একটু পথভ্রষ্ট হলেও পরে ঠিকই দলের হাল ধরে। সেদিকুল্লাহর অর্ধশতরানের ইনিংস রাসুলির ২৪ এবং করিম জানাতের ৩৩ রানের ইনিংসে আফগানরা ৭ উইকেটের সহজ জয় পায়।