সারজাহতে প্রথম ওয়ানডে ম্যাচে আফগানদের কাছে ৯২ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৩ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ।
ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরুতেই পারছেনা বাংলাদেশ। ভারত সিরিজে হারার পর দেশের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এবার সারজাহতে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচেও এর ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিং করে মোহাম্মদ নবীর ৮৪ এবং হাসমতউল্লাহর ৫২ রানের ইনিংসে ২৩৫ রানের সংগ্রহ পায় আফগানরা। দলের হয়ে ৪টি করে উইকেট নেন তাসকিন এবং মুস্তাফিজ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ১ উইকেট হারালেও এরপর সুবিধাজনক অবস্থানে ফেরার চেষ্টা করছিলো বাংলাদেশ। কিন্তু পরক্ষণেই লাইন চ্যুত হয় বাংলাদেশ। সবার একের পর এক আসা-যাওয়ার মিছিলে বাংলাদেশের ইনিংস থেমেছে ১৪৩ রানে। পরাজয় দিয়ে শুরু হলো আফগানদের বিপক্ষে সিরিজ। ১-০ তে এগিয়ে গেলো আফগানরা। গাজানফার সর্বোচ্চ ৬টি উইকেট নেন। আফগানরা ৯২ রানে জয় পায়।