Google search engine

ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজেও থাকছেন না সাকিব। তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। অসুস্থতার কারণে প্রোটিয়াদের বিপক্ষে না থাকলেও এই সিরিজে দলে ফিরতে চলেছেন লিটন দাস। স্কোয়াডে আছেন হাসান মুরাদও।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়া জাকের আলীও ফিরছেন এই সিরিজে। তবে বাদ পড়েছেন নাঈম হাসান। এই সিরিজে শান্তর সহকারী হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে বাংলাদেশ।

আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় টেস্টের মাধ্যমে শুরু হবে সিরিজটি। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে জ্যামাইকায়। এরপর ৮, ১০ ও ১২ নভেম্বর ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে। ১৫,১৭ এবং ১৯ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

Google search engine