এনসিএলের এবারের আসরের প্রথম পরিপূর্ণ জয় পেয়েছে চট্টগ্রাম ডিভিশন। বরিশালের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে।
এবারের আসর শুরু থেকেই খারাপ গেছে চট্টগ্রামের। বড় ব্যবধানে হেরেছেও। তবে কক্সবাজার পর্বে ৩য় ম্যাচে ড্র করে প্রথম পয়েন্ট পায় চট্টগ্রাম। এরপর বরিশালের বিপক্ষে পূর্ণা জয় নিয়ে পূর্ণ পয়েন্ট পায় চট্টগ্রাম।
এই ম্যাচে বরিশালের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে যায় চট্টগ্রাম। ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু করে বরিশাল। মাঝে উইকেটে ধ্বস নামলেও তাসামুল-মঈনের ৫০+ ইনিংস এবং তানভীরের ৪০ রানের ইনিংসে ৩৩৮ রানের বড় সংগ্রহ পায় বরিশাল। দলের হয়ে আশরাফুল হাসান সর্বোচ্চ ৪ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও হোসাইন শাহাদাত এবং ইয়াসির আলীর ইনিংসে চট্টগ্রাম ৩১৩ রানের সংগ্রহ পায়। শাহাদাতের ব্যাটে শতক আসলেও ১ রানের জন্য শতক মিস করেন ইয়াসির আলী। দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তানভীর।
বরিশালের দ্বিতীয় ইনিংসে বরিশালকে মাত্র ৭৭ রানেই গুটিয়ে দেয় চট্টগ্রামের বোলাররা। ফজলে মাহমুদ ছাড়া কারও ব্যাট হাসেনি। দলের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন আশরাফুল হাসান।
শেষ ইনিংসে চট্টগ্রাম বেশ হেসে খেলেই লক্ষ্য ছুঁয়েছে। চট্টগ্রাম ৮ উইকেটে জয় পায়।