Google search engine

এনসিএলে রাজশাহীর বিপক্ষে ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছে চট্টগ্রাম। এরই সাথে পরপর ২ম্যাচ জিতে নিয়ে পয়েন্ট তালিকায় বেয়ে অনেকটা এগিয়েছে চট্টগ্রাম।

প্রথম ইনিংসে ১১২ রানেই অলআউট হয়ে যায় রাজশাহী। সেই ম্যাচে কেউ ত্রিশের ঘর পেরোতে পারেনি। দলীয় ৫০ রানেই ৫ উইকেট হারায় রাজশাহী। সবশেষে ১১২ রানে থামে রাজশাহীর ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেয় ফাহাদ হোসাইন।

চট্টগ্রামের প্রথম ইনিংসে মোটামুটি ভালোই সংগ্রহ পায় চট্টগ্রাম। শুরুটা বেশ ভালো করেন সাদিকুর এবং ইমন। সাদিকুরের অর্ধশতক, ইমনের ৪১ রান এবং শামীমের ৮৪ রানের ইনিংসে সবগুলো উইকেট হারিয়ে ২৫২ রানের সংগ্রহ পায় রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন সাব্বির এবং ওয়াসি।

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রাজশাহী। তামিমের ৪০ রান, সাব্বিরের ৫৪ রান এবং শাকিরের ৪৭ রানের ইনিংসে বেশ ভালোভাবেই আগাচ্ছিলো রাজশাহী। তবে শরীফের বোলিংয়ে ২২০ রানেই থামতে হয় রাজশাহীকে। শরীফ ৫ উইকেট নেন। ২য় ইনিংসে চট্টগ্রাম হেসে খেলেই লক্ষ্য পূরণ করেছে। যদিও মাঝখানে ১ উইকেট হারিয়ে একটা পয়েন্ট মিস হয়েছে চট্টগ্রামের।

Google search engine