অ্যান্টিগায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টে বাংলাদেশকে ২০১ রানে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এরই সাথে সিরিজে ১-০তে এগিয়ে গেলো ক্যারিবিয়ানরা।
২২ নভেম্বর টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে বেশ ভালো সংগ্রহ পায় উইন্ডিজ। ক্যাপ্টেনসহ কয়েকজন দ্রুত ফিরলেও লুইসের ৯৭ রানের দুর্দান্ত ইনিংস, এলিকের ৯০ রানের ইনিংস এবং জাস্টিনের ১১৫ রানের ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান সংগ্রহ করে উইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন হাসান মাহমুদ।
জবাবে ব্যাট করতে নেমে মমিনুলের ৫০ রানের ইনিংস, লিটনের ৪ রানের ইনিংস এবং জাকের আলীর ৫৩ রানের ইনিংসে ২৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জোসেফ।
দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ খুব একটা সুবিধা করতে পারেনি। কেবল এলিকের ৪২ রানের ইনিংসটি বাদে কোন ভাল ইনিংস কেউ খেলতে পারেনি। উইন্ডিজ ১৫২ রানে থামে। তাসকিন আহমেদ ফাইফার তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৩২ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। দলের হয়ে ৩ টি করে উইকেট নেন রোচ এবং সিলস। উইন্ডিজ ২০১ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে।