আইরিশদের ৫ উইকেটে পরাজিত করে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী দল। আইরিশদের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয় পায় জ্যোতিবাহিনী।
শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে যায় আইরিশরা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। তবে এমির অর্ধশতক এবং ওরলা ও লরার ইনিংসে ১৯৩ রানের সংগ্রহ পায় আইরিশরা। দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সুলতানা। ১টি করে উইকেট নেন চাহিদা এবং সুলতানা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে মুর্শিদার উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে বেশ ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। ফারজানার অর্ধশতক, শারমিনের ৪৩ রান এবং নিগারের ৪ রানের ক্যামিও ইনিংসে ৬.১ওভার হাতে রেখেই ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।
এরই সাথে ১ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ নিজেদের করে নিলো বাঘিনীরা।