পাকিস্তানে চলছে ব্লাইন্ড ক্রিকেট টি-২০ বিশ্বকাপ। আর এতে ৭দলের মধ্যে রয়েছে বাংলাদেশও। বাকি দলগুলো হলো পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং ভারত। ৬ ম্যাচের ৫টিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
রবিবার (১ ডিসেম্বর), শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে ৬ রানের ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩৮ রানেই থেমেছে লঙ্কানদের ইনিংস।
এদিন শুরুতে টসে জিতে ফিল্ডিং নেয় লঙ্কানরা। ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ দুর্দান্ত করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ১৭৭ রানের সংগ্রহ পায়। ওপেনার সালমান ৪৯ বলে ১৬ চারে ৯৭ রানের ইনিংস খেলেন। এবং আরিফ ৫৬ বলে ১০ চারে ৮১ রানের ইনিংস খেলেন। এরপর যদিও বাকিদের ব্যাটে খুব বেশি রান আসেনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ২৪৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে ১ উইকেট নেন কুমারা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভাল হয়নি লঙ্কানদের। দ্রুত ১ উইকেট হারায়। দ্বিতীয় উইকেটেও খুব বেশি রান যোগ হয়নি। তবে তৃতীয় জুটিতে বড় পার্টনারশিপ হয় লঙ্কানদের। লঙ্কানরা জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছিলো। কিন্তু সেখানে বাঁধ সাধেন বাংলাদেশি বোলাররা। একের পর এক উইকেট হারিয়ে লঙ্কানরা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৮ রানে থামে লঙ্কানরা। বাংলাদেশ ৬ রানে জয় পায়। দলের হয়ে ১টি করে উইকেট নেন মাহিদুল, সালমান,শহীদ, আরিফ এবং আরিফুল্লাহ।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দল পাকিস্তান। আগামী সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ বনাম পাকিস্তান এর মধ্যকার ফাইনাল ম্যাচটি মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।