বাংলাদেশ ক্রিকেটে এ পর্যন্ত যাই অর্জন এসেছে বেশিরভাগই অনুর্ধ্ব-১৯ দলের হাত ধরেই। আবারও এশিয়া কাপের মুকুট জয় করে নিয়েছে যুবারা। ফাইনালে দুবাইতে ভারত অনুর্ধ্ব-১৯ দলকে ৫৯ রানে পরাজিত করেছে বাংলাদেশ যুবারা।
এদিন টসে জিতে ফিল্ডিং নেয় ভারত যুবারা। ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেটটি খুব দ্রুত হারায় বাংলাদেশ। কালাম সিদ্দিকী ফেরেন ১ রানে। তবে বাকিরা চেষ্টা করতে থাকেন জুটি গড়ার। যদিও সবাই খুব বেশি সাপোর্ট দিতে পারেনি৷ তবে শিহাবের ৪০ রানের ইনিংস, রিজানের ৪৭ রানের ইনিংস এবং ফরিদের ৩৯ রানের ইনিংসে ভর করে ১৯৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন যুধাজিৎ, চেতন এবং হার্দিক। কিরণ কার্তিকেয়া এবং আয়ুশ ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুর দিকেই ১ উইকেট হারায় ভারত৷ এরপর বারংবার জুটি গড়তে চেয়ে ব্যর্থ হন ভারত যুবারা। বাংলাদেশি যুবাদের দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ের কাছে ভারতীয় যুবারা পরাস্ত হয়েছেন বারংবার। সবাই থেমেছেন ত্রিশের আগেই। মাত্র ৩৫.২ ওভারেই ১৩৯ রানেই ভারত যুবাদের অলআউট করে দেয় বাংলাদেশি যুবারা। বাংলাদেশ ৫৯ রানে জয় পায়। দলের হয়ে ইমন এবং তামিম ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন ফাহাদ। ১টি করে উইকেট নেন মারুফ এবং রিজান।