Google search engine

প্রথম সবকিছুরই অনুভূতি আলাদা। আলাদা আমেজ থাকে সবকিছুতে। রোমাঞ্চিত করে চারপাশ। নিগার সুলতানা জ্যোতিও প্রথম দীর্ঘ পরিসরের ক্রিকেটে শতক তুলে নিয়ে রোমাঞ্চকর অনুভূতি দিলেন।

নারী ক্রিকেটারদের নিয়ে বিসিএল শুরু হয়েছে। সেখানে নর্থ জোনের বিপক্ষে ১৫৩ রানের ইনিংস খেলেছেন নিগার। যেখানে তার ২৫৬ বলে ২০টি চার ও ২টি ছক্কার মার ছিলো। আর জ্যোতি বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির গৌরব অর্জন করলেন।

ছেলেদের ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেটের অর্জন অনেক। তবে নারীদের ক্রিকেটে এটাই প্রথম। আর সেটা এলোও অধিনায়ক নিগার সুলতানার হাত ধরে। নিগার সবসময় তার দৃঢ়তা এবং সাবলীলতার জন্য সুপরিচিত। একদিকে উইকেটের পিছন থেকে সবাইকে বুস্টিং করেন। আবার ব্যাট হাতে চেষ্টা করেন সাহস জুগিয়ে যাওয়ার।

প্রথম শ্রেণির ক্রিকেটেও যেন নিগার তার সুপরিচিত চাপ রেখেছেন। নিগারের ব্যাট হেসেছে প্রথম শ্রেণিতেও। গড়েছেন বাংলাদেশ নারী দলের হয়ে ইতিহাস। যত রেকর্ডই হোক এই রেকর্ড সবসময় অক্ষত থাকবে। কেননা প্রথম তো প্রথমই। এর সাথে কোন কিছুর তুলনা হয়না।

নিগারের ইনিংসে ভর করে বেশ বড় সংগ্রহ পেয়েছে তার দল। ৮ উইকেটে ৩৮৭ রান নিয়ে দিন শেষ করেছেন। নিগারের জন্য রইলো শুভ কামনা।

Google search engine