Google search engine

বিপিএলের ৩য় ম্যাচে চট্টগ্রামকে ৩৭ রানে পরাজিত করেছে খুলনা টাইগার্স। খুলনার দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৬ রানে থেমেছে চট্টগ্রাম।

নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে পরাজিত করেছে খুলনা। এদিন শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে যায় খুলনা। ওপেনিং জুটিতে ৩৭ রানের সংগ্রহ পায় খুলনা। এরপর নাঈম শেখকে ফেরান আলিস আল ইসলাম। নাঈম ফিরলে মিরাজকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন উইলিয়াম। যদিও মিরাজও ফেরেন দলীয় ৮৮ রানে। এরপর দ্রুত ফেরেন ইবরাহীম জাদরান এবং আফিফও।

তবে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থেকে খুলনাকে ২০৩ রানের সংগ্রহ এনে দেন উইলিয়াম। উইলিয়ামের ব্যাটে ৭৫ রান এবং অঙ্কনের ব্যাটে ৫৯ রান আসে। দলের হয়ে ২টি করে উইকেট নেন আলিস এবং খালিদ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কেবল যেন হতাশাই উপহার দিয়েছে চট্টগ্রামের ব্যাটাররা। শামীম হোসেন বাদে কারও ব্যাট হাসেনি৷ সবাই ফিরেছেন বিশের কোটা পেরোনোর আগেই। কেবল মাত্র শামীম ৭০ রানের ইনিংস খেলেন। সবশেষে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই সবগুলো উইকেট হারিয়ে চট্টগ্রামের ইনিংস থামে ১৬৬ রানে। খুলনা ৩৭ রানে জয় পায়। দলের হয়ে সর্বোচ্চ ৪উইকেট নেন আবু হায়দার রনি।

এই জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে খুলনা। আর চট্টগ্রাম পিছিয়েছে আরও একধাপ।

Google search engine