Google search engine

বিপিএলের এবারের আসরের চতুর্থ ম্যাচে সিলেটের সাথে ৩৪ রানে জয় পেয়েছে রংপুর৷ রংপুরের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২১ রানেই থেমেছে সিলেটের ইনিংস।

শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় রংপুর। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। ইফতিখার এবং সোহানের চল্লিশোর্ধ্ব ইনিংসে ভর করে ১৫৪ রানের মাঝারি সংগ্রহ পায় রংপুর। বাকিরা কেউ কিছু করতে পারেননি৷ দলের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন তানজিম এবং আল আমিন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটেরও। ওপেনার রনি তালুকদার বাদে বাকিরা কেউ উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। কেবল রনি তালুকদারের ব্যাটে ৪১ রানের ইনিংস আসে। বাকিরা থেমেছেন আরও আগেই।

সবশেষে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ১২১ রান। রংপুর ৩৪ রানে জয় পায়। দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন নাহিদ রানা।

Google search engine