রংপুরের বেশ ফর্মে ভরপুর সীজন যাচ্ছে। বিদেশ থেকে ট্রফি জিতে এসে বিপিএলেও করছে বাজিমাত। বিপিএলে পরপর টানা ৩ ম্যাচেই জয় পেয়েছে রংপুর। বরিশালকে ৮ উইকেটে পরাজিত করে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে।
টসে হেরে ব্যাটিংয়ে গিয়ে শুরুটা খুব একটা ভালো হয়নি বরিশালের। শুরু থেকেই লেগেছিলো উইকেট পতনের মিছিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ইনিংসে কেবল তামিম ইকবাল সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন। বাকিরা কেউ সুবিধা করতে পারেন নি। নির্ধারিত ২০ ওভারের আগেই সবগুলো উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান। দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন খুশদীল শাহ। দুইটি করে উইকেট নেন ইফতিখার এবং নাহিদ।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব সহজেই এই লক্ষ্য অতিক্রম করে রংপুরের ব্যাটাররা। শুরুর দিকে আজিজুল হাকিম এবং তাউফিক শূন্য রানে ফিরলেও অ্যালেক্স হেলস এবং সাইফ হাসানের অর্ধশতকে খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। হেলস ৪১ বলে ৪৯ এবং সাইফ হাসান ৪৬ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। রংপুর ৮ উইকেটে জয় পায়। দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ইমন।