Google search engine

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে জোশ লাভ করে এবারের আসরের প্রথম পয়েন্ট লুফে নিয়েছে দুর্বার রাজশাহী। ঢাকার দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জয়লাভ করেছে রাজশাহী।

এদিন টসে জিতে ব্যাটিং নেয় ঢাকা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ওপেনার লিটন দাস ফিরেন শূন্য রানে। তামিমও খুব একটা কিছু করতে পারেনি। তবে তৃতীয় উইকেটে স্টিফেন এবং শাহাদাতের জুটিতে মোটামুটি সংগ্রহ পায় ঢাকা। বাকিরা খুব একটা ভালো ইনিংস খেলেননি৷ স্টিফেন ৪৬ রান এবং শাহাদাত ৫০ রানের ইনিংস খেলেন। বল হাতে তাসকিনের দুর্দান্ত এট্যাকের পরাস্ত হয়ে ঢাকা কেবল ১৭৪ রান সংগ্রহ করে। তাসকিন ৪ ওভার বোলিং করে মাত্র ৯ রান খরচায় ৭ উইকেট তুলে নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ হেসে খেলেই এই লক্ষ্য পাড় করেছে রাজশাহী। শুরুর দিকে ওপেনারদের উইকেট হারালেও বিজয় এবং রায়ান বার্লের অর্ধশতরানের ইনিংসে খুব সহজেই জয় তুলে নেয় রাজশাহী। বিজয় ৭৩ রানে এবং রায়ান বার্লিন ৫৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ১৮.১ ওভারেই ৭ উইকেটে জয় তুলে নেয় রাজশাহী।

Google search engine