Google search engine

নিজেদের মাঠেই সিলেটের টানা পরাজয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ম্যাচে সিলেটকে ৭ উইকেটে পরাজিত করেছে বরিশাল। সিলেটের দেওয়া ১২৬ রানের লক্ষ্য খুব সহজেই টপকেছে বরিশাল।

এদিন টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই রনি তালুকদারের উইকেট হারায় সিলেট। এরপর বারংবার জুটি গড়তে গিয়েও খুব বেশিক্ষণ টিকেনি কোন জুটিই। দলের হয়ে অধিনায়ক আরিফুল সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন।

বাকিদের মাঝে রাহকিম(১৮), জাকির(২৫), জর্জ(২৮), জোন্স (০), জাকের (১), তানজিম (১), রুয়েল (১), টপলি (৫) এবং আল আমিন (০) রানে ফিরেন। ১৮.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১২৫ রানে থামে সিলেটের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন জাহানদাদ এবং রিশাদ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালেরও। গত ম্যাচে রানের ধারায় থাকা তামিম ইকবাল ফিরেছেন শূন্য রানে। শান্তও (৪) দ্রুত ফেরেন। তৃতীয় উইকেটে হৃদয়কে নিয়ে বড় জুটি গড়েন মায়ার্স। এই জুটিতেই দলের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। মায়ার্স ৩১ আলে ৫৯ রানে অপরাজিত থাকেন। তাওহীদ হৃদয় ২৭ বলে ৪৮ রান করে ফিরেন। যদিও ততক্ষণে জয় প্রায় নিশ্চিত। বরিশাল ৭ উইকেটে জয় পায়। দলের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন সাকিব।

Google search engine