Google search engine

 

অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে প্রথম বারের মতো জায়গা করে নিয়েছেন কুপার কানেলি। দলে ফিরেছেন নাথান ম্যাকসুইনি। এছাড়াও বর্ডার গাভাস্কার ট্রফিতে চমৎকার পারফরম্যান্সের জন্য দলে জায়গা করে নিয়েছেন স্যাম কনস্টাস এবং বোয় ওয়েবস্টার

দীর্ঘদিন পর দলের নেতৃত্বে ফিরেছেন স্টিভেন স্মিথপ্যাট কামিন্স পিতৃত্বকালীন ছুটি এবং গোড়ালির ইনজুরির কারণে বিশ্রামে আছেন। তিন স্পিনার নিয়ে স্কোয়াড সাজানো হয়েছে। নাথান লায়ন, টড মারফি, এবং ম্যাট কুনেম্যান— গলে স্পিন-বান্ধব পিচে যাদের উপস্থিতি দলকে শক্তিশালী করবে।

নতুন মুখের আত্মপ্রকাশ

কুপার কানেলি, ২১ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার এবং স্পিনার, অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন। স্যাম কনস্টাস এবং বোয় ওয়েবস্টার ভারতের বিপক্ষে তাদের অভিষেক ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন।

পুরনোদের জন্য অনিশ্চয়তা

মিচেল মার্শের টেস্ট ক্যারিয়ার এখন অনিশ্চয়তার মুখে। তার জায়গায় নতুনদের উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ক্যামেরন গ্রীন আসলে তার জায়গা না পাওয়ার সম্ভাবনা বেশি। গ্লেন ম্যাক্সওয়েলও ফেরার অপেক্ষায় থাকলেও কানেলির অন্তর্ভুক্তিতে আপাতত সেই সম্ভাবনা শেষ।

পেস বোলিং ইউনিট ও প্রস্তুতি

স্কোয়াডে তিনজন অভিজ্ঞ পেসার নেওয়া হয়েছে—মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড এবং শন অ্যাবটজশ হ্যাজলউডকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য বিশ্রামে রাখা হয়েছে।

দলটি প্রথমে সংযুক্ত আরব আমিরাতে একটি প্রস্তুতি শিবিরে অংশ নেবে, এরপর ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া দুই টেস্টের সিরিজ খেলবে

স্কোয়াডের তালিকা:
অধিনায়ক: স্টিভেন স্মিথ
অন্যরা: শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, কুপার কানেলি, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, নাথান ম্যাকসুইনি, টড মারফি, মিচেল স্টার্ক, বোয় ওয়েবস্টার।

শ্রীলঙ্কার স্পিন-বান্ধব পিচে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স কেমন হয়, সেটি দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Google search engine