পরাজয়ের বৃত্ত থেকে বেরুতেই পারছেনা ঢাকা। চট্টগ্রামের কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে। ঢাকার দেওয়া ১৭৮ রানে লক্ষ্য খুব সহজেই পাড় করেছে চট্টগ্রাম।
শুরুতে টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। ব্যাটিংয়ে নেমে ঢাকার শুরুটা ভালো হয়নি। ইংল্যান্ড থেকে আসা তরুণ জেসন রয় ফিরেছেন ১ রানে। এদিন কেবল তানজিদ তামিম এবং সাব্বিরের ব্যাটে রান এসেছে।
তামিম ৪৭ বলে ৫৪ এবং সাব্বির ৩৩ বলে ৮৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৭৭ রান। দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেয় সৈয়দ খালেদ আহমেদ।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি ভালই হয়েছে চট্টগ্রামের। ওসমানের ৫৫ রান, গ্রাহামের ৩৯, মিঠুনের ৩৩ এবং শামিমের ৩০ রানে ভর করে চট্টগ্রাম খুব সহজেই এই লক্ষ্য পার করে। চট্টগ্রাম ৭ উইকেটে জয় পায়। দলের হয়ে একটি করে উইকেট নেন মুস্তাফিজ, শফী এবং মোসাদ্দেক।