আইসিসি ইভেন্টগুলোতে কিউইরা সব সময় নিত্য নতুন উপায়ে স্কোয়াড ঘোষণা করে থাকে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এবারও তার ব্যতিক্রম হলো না। খুব সাধারণ কিন্তু অভিনব উপায়ে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
গত ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিলেন খেলোয়াড়দের পরিবারেরা। এবারের স্কোয়াড ঘোষণা করেছেন অধিনায়ক মিচেল সান্টনার। নাম ঘোষণা সময়ে তিনি সবাইকে নিয়ে কিছু না কিছু বলেছেন।
দলের সবাইকেই তিনি কোন না কোন বিশেষণে আখ্যায়িত করেছেন। ভিডিওতে এও দেখা যায় সান্টনার ক্যামেরার ফ্রেমে ঢুকেছেন এবং ফাঁকা গ্যালারিতে বসে এই নামগুলো একের পর এক বলে করে গেছেন।
এই স্কোয়াডে রাখা হয়েছে দুই বিশেষজ্ঞ পেসার বেন সিয়ার্স ও উইল ও’রুর্কিকে। এছাড়াও দলে আছেন অলরাউন্ডার নাথান স্মিথ। আছেন কেন উইলিয়ামসন ও টম লাথাম। দলে জায়গা হয়নি তারকা পেসার ট্রেন্ট বোল্টের। ২০২২ সালে তিনি ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কথা মাথায় রেখে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। বাদ পড়েছেন ওপেনার ফিন অ্যালেনও।
চ্যাম্পিয়ন ট্রফির আগে একই স্কোয়াড নিয়েই পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে কিউইরা। স্বাগতিক দলের সাথে এই সিরিজে খেলবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
ত্রিদেশীয় সিরিজে থাকছেন না লকি ফার্গুসন। তার স্থলে রাখা হয়েছে জ্যাকব ডাফিকে। কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়েও থাকবেন না একটানা সবগুলো ম্যাচে । এসএ-টোয়েন্টিতে ব্যস্ত থাকায় কিছু ম্যাচে পাওয়া যাবেনা তাদেরকে।
নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল সান্টনার(অধিনায়ক), মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্কি, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।