Google search engine

আজকের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে ১৪৯ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে ঢাকা। ঢাকার দেওয়া ২৫৫ রানের লক্ষ্য পূরণ করতে গিয়ে ১০৫ রানেই থেমেছে রাজশাহীর ইনিংস।

এ যেন ব্যাট হাতে ঝাঁঝ মেটালেন লিটন দাস। সকালেই চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াড থেকে অফ ফর্মে থাকায় বাদ পড়েছেন তিনি। আর রাতেই দুর্দান্ত শতক। ৫৫ বলে ১০ চার ও ৯ ছক্কাসহ ১২৫ রান করেছে লিটন।

অন্যদিকে তরুণ তুর্কি তানজিদ তামিম ৬৪ বলে ৬ চার ও ৮ ছক্কায় ১০৮ রান করেছেন। যার ফলে ঢাকা ১ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পায়। দলের হয়ে ১টি উইকেট নেন শফিউল।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনটি ভালো যায়নি রাজশাহীর। কেবলমাত্র রায়ানের ৪৭ রান বাদে বলার মতো কোন ইনিংস নেই। যার ফলে ১০৫ রানেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে রাজশাহী। ঢাকা ১৪৯ রানের ব্যবধানে বিশাল জয় পায়। নিজেদের প্রথম জয় বেশ দুর্দান্তভাবে পেয়েছে ঢাকা।

Google search engine