Google search engine

দিনের দ্বিতীয় খেলায় খুলনাকে ৮ রানে পরাজিত করেছে রংপুর। রংপুরের দেয়া ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৮ রানেই থেমেছে খুলনার ইনিংস।

শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে যায় রংপুর। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। তবে তৌফিকের ৩৬ রান, ইফতিখারের ৪৩ এবং খুশদীলের ৭৩ রানের ইনিংসে ভর করে ১৮৬ রানের সংগ্রহ পায় রংপুর। দলের হয়ে ২টি করে উইকেট নেন রনি এবং হাসান মাহমুদ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে এক উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় খুলনা। যদিও এই জুটি ভাঙার পর বড় কোন জুটি হয়নি৷ নাঈম শেখ ৫৮ রান এবং মেহেদী ৩৯ রানের ইনিংস খেলেন। খুলনার ইনি থামে ১৭৮ রানে৷ রংপুর ৮ রানে জয় পায়। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আকিফ জাবেদ।

Google search engine