Google search engine

রাতের ম্যাচে রংপুরের বিপক্ষে হেরেছে চট্টগ্রাম। যদিও বেশ মাঝারি সংগ্রহই দিয়েছিলো রংপুর। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬৫ রানের টার্গেট দেয় চট্টগ্রামকে। জবাবে ব্যাট করতে নেমে ১৩১ রানেই থেমেছে চট্টগ্রামের ইনিংস।

শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি রংপুর। তবে স্টিভেন এর ৩২ বলে ৩৯ রান এবং খুশদীলের ২৮ বলে ৫৯ রানের ইনিংসে ভর করে ১৬৪ রানের সংগ্রহ পায় রংপুর। দলের হয়ে আলিস এবং ওয়াসিম সর্বোচ্চ ২টি করে উইকেট নেন।

লক্ষ্য খুব একটা বড় না হলেও রংপুরের বিধ্বংসী বোলিং লাইন আপের কাছে বারংবার পরাস্ত হয়েছে চট্টগ্রাম। কফিনের শেষ পেরেক ঠুকে যায় শামীম পাটোয়ারি ফেরার পর। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন শামীম। চট্টগ্রামের ইনিংস থামে ১৩১ রানে। রংপুর ৩৩ রানে জয় পায়। দলের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন আকিফ জাবেদ।

Google search engine