দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ৬ উইকেটে পরাজিত করেছে বরিশাল। চট্টগ্রামের দেয়া ১২২ রানের লক্ষ্য বেশ সহজেই পাড় করেছে তামিমের দল।
শুরুতে ব্যাটিংয়ে নেমে দ্রুত ২ উইকেট হারায় চট্টগ্রাম। পরবর্তীতে জুটি গড়তে চেয়েও বারংবার ব্যর্থ হন চট্টগ্রামের ব্যাটাররা। দলের হয়ে মিথুন সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট পান রিপন মন্ডল এবং ফাহিম আশরাফ।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালেরও। তামিম এবং তৌহিদ হৃদয় দ্রুত ফেরেন। তবে মালানের ৪১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস বরিশালেকে সহজ জয় এনে দেয়। বরিশাল ১৬.৫ ওভারেই জয় তুলে নেয়।