অনুর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপের ৯ম ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের দেয়া ৯১ রানের লক্ষ্য বেশ সহজেই পাড় করেছে বাঘিনীরা।
শুরুতে ব্যাটিংয়ে নেমে সময়টা ভালো যায়নি বাঘিনীদের। একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা অবস্থায়। দলের হয়ে কেবল আফিয়া সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন ব্রে, লারোসা এবং টেগান।
জবাবে ব্যাট করতে নেমে অজিরাও যদিও খুব একটা সুবিধা করতে পারছিলোনা। তবে হ্যামিল্টনের ৩০ রানের বদৌলতে বেশ সহজ জয়ই পেয়েছে অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জান্নাতুল মাওয়া।