দুর্বার রাজশাহীকে ১১১ রানে পরাজিত করে আবারও জয়ের ধারায় ফিরেছে চিটাগং কিংস। চট্টগ্রামের দেয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৮০ রানেই থেমেছে রাজশাহীর ইনিংস।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট দ্রুত হারালেও দ্বিতীয় উইকেটে ম্যাচে ফেরে চট্টগ্রাম। নাঈম ইসলাম ৫৬ রান এবং গ্রাহাম ক্লার্ক ৪৫ রানের ইনিংস খেলেন। সাথে মিথুনের ৩২ রানের ক্যামিও ইনিংসে ভর করে ১৯১ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন তাসকিন এবং মোহর।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজশাহীর ইনিংস ভালো কাটেনি। দলের হয়ে বিজয় সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেন। বাকিরা ফিরেছেন মোবাইল ডিজিটেই। রাজশাহীর ইনিংস থামে ৮০ রানে। চট্টগ্রাম ১১১ রানে জয় পায়। দলের হয়ে ২টি করে উইকেট নেন শরীফুল এবং নাঈম।