আজকের দিনের প্রথম ম্যাচে সিলেটকে ৬ রানে পরাজিত করেছে ঢাকা। ঢাকার দেয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯০ রানেই থেমেছে সিলেটের ইনিংস।
শুরুতে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু করে ঢাকা। যদিও বেশিদূর এই জুটি আগায়নি। এরপর বারংবার জুটি গড়তে চাইলেও বড় কোন জুটি হয়নি। তবে লিটন একপাশ আগলে রেখে ৪৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন।
যার উপর ভর করে ১৯৬ রান সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে ২টি করে উইকেট নেন টিপু এবং সামিউল্লাহ।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। দ্রুত ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে জুটি গড়েন রনি এবং জোন্স। রনির ৬৮ রানের ইনিংস, জোন্সের ৩৬ রানের ইনিংস, আরিফুলের (২৯) এবং জাকেরের(২৮) ইনিংসে ভর করে জয়ের পথে আগাতে থাকে সিলেট।
তবে খুব কাছে এসেও কেবলমাত্র ৬ রানের ব্যবধানে পরাজিত হয় সিলেট। ঢাকা ৬রানে জয় পায়। দলের হয়ে মুস্তাফিজ এবং পেরেরা ২টি করে উইকেট নেন।